Saturday 23 May 2015

A short History of Bishoykhali S.M. School and College

A short History of my School and school life.

Previous Name: Bishoykhali S.M. High School.
Present Name: Bishoykhali S.M. School and College.

Bishoykhali SM School and College




প্রতিষ্ঠানের ছোট্ট ইতিহাস

Bishoykhali S.M. High Schoolছায়া ঢাকা, পাখি ডাকা স্নীগ্ধ শ্যামল সবুজ গ্রাম বিষয়খালী, দক্ষিণে শীর্ণ, ক্লান্ত স্রোতস্বিনী বেগবতী নদী। উত্তরে মায়াধরপুর কুলবাড়িয়া, পূর্বে ডাকাতিয়া তেতুলবাড়িয়া, পশ্চিমে কেশবপুর৭নং মহারাজপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্র, ঢাকা খুলনা মহাসড়কের উত্তর পাশে বিষয়খালী বাজার। ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান থাকা কালীন অবস্থায় rকালীন ঝিনাইদহ মহাকুমার সদর থানার অন্তর্গত ৭নং মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী, কেশবপুর, মহারাজপুর গ্রামের কিছুসংখ্যক ত্যাগের মহিমায় সমুজ্জল শিক্ষানুরাগী সমাজসেবক ব্যক্তির অক্লান্ত প্রচেষ্ঠায় বিশেষ করে মো: আব্দুর রহিম শাহ, মো: বাহাদুর সরর্দার, শ্রী কানাইলাল রায়, হাদান আলী জর্দার, শামসুদ্দিন বিশ্বাস, ছবেদ আলী বিশ্বাস, ওয়াজির আলী, অনুকুল ভূষণ মূখার্জ্জী, বিশ্বনাথ ঘোষ, শুকুর আলী, খন্দোকার বাবুর আলী অনেক গন্যমান ব্যক্তির প্রত্যক্ষ পরোক্ষ্ সহযোগিতায় বিষয়খালী বাজারের উত্তর-পূর্ব পাশে উল্লেখিত ব্যক্তিগণের আর্থিক জমি দানের মাধ্যমে ১৯৬৯ সালে বিষয়খালী জুনিয়র স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরীতে অগ্রণী ভূমিকা পালন করেন।

১৯৭১ সালে শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধের সাথে বিদ্যালয়টির রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। ১৯৭১ সালের ১লা এপ্রিল এই বিদ্যালয়ের উত্তর পাশে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা প্রথম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। সেদিন পাকিস্তানি হানাদার বাহিনী সর্বপ্রথম এখানে এসে ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয়। সারাদিন রক্তক্ষয়ি যুদ্ধেরপর পাক-হানাদার বাহিনী সন্ধ্যার আগে এখান থেকে পিছু হটে যশোর সেনানিবাসে ফিরে যেতে বাধ্য হয় ১লা  এপ্রিলের প্রথম প্রতিরোধ সংগ্রামে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের মধ্যে অন্যতম ছিলেন তরুন সাহসী বীর শহীদ মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা তিনি ছিলেন rকালী প্রাদেশিক(পূর্ববাংলার) সংসদ সদস্য জনাব মো: ইকবাল হোসেন(ফকির মিয়া)-এর অন্যতম সুযোগ্য সন্তান। আর ১৯৭২ সালে সেই বীর শহীদ মুক্তিযুদ্ধা মোস্তফার নামে এবং তাকে চিরস্মরণীয়  করে রাখতে এলাকার মানুষ বিদ্যালয়টিকে বিষয়খালী শাহীদ মোস্তাফা মাধ্যমিক বিদ্যালয় নামে নামকরনের সিদ্ধান্ত গ্রহন করে। তখন থেকেই বিদ্যালয়টি ‌‌”বিষয়খালী শহীদ মোস্তফা মাধ্যমিকবিদ্যালয় নামে পরিচিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠানটি এলাকাতে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে। ২০০৮ সালে সরকারী পৃষ্টপোষকতায় মুক্তিযুদ্ধের অনবদ্য অবদান স্বীকৃতিস্বরুপ সরকারী অনুদানে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ঐতিহাসিক স্মৃতি শৌধ নির্মিত হয়েছে। এই বিদ্যালয় হতে পাশকৃত অসংখ্য ছেলে-মেয়ে দেশের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছে। বর্তমানে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা, সামাজিক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে .২৬ একর জমির উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিতে একটি বিশাল খেলার মাঠ, একটি লাইব্রেরী, ২টি একাডেমিক ভবন, নিজস্ব কম্পিউটার রুম, ইন্টারনেট সংযোগসহ আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা। এখানে রয়েছে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ গ্রহনের ব্যাপক সুযোগ। র্প্রতিষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত আছে। প্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার ফলাফল অত্র এলাকার মধ্যে উল্লেখ করার মত। বর্তমানে প্রতিষ্ঠানে একঝাক তরুণ শিক্ষক-শিক্ষিকার অক্লান্ত পরিশ্রমের ফলে শিক্ষা প্রতিষ্ঠানটি ঝিনাইদহ জেলার মধ্যে  একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে  পরিণত হয়েছে। প্রতিবছর এখান থেকে শতাধিক শিক্ষার্থী এস.এস.সি জে.এস.সি পরীক্ষায় পাশ করছে। এলাকার জনগণের দাবি প্রচেষ্ঠার ফলে ২০১০সালে অত্র প্রতিষ্ঠানটি  উচ্চমাধ্যমিক শাখার অনুমতি প্রাপ্ত হয়। এখানে একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রায় শতাধিক শিক্ষার্থী অধ্যায়ন করছে। বর্তমানে সুযোগ্য নির্বাহী কমিটির একান্ত প্রচেষ্ঠা  তদারকিতে বিদ্যালয়ের শিক্ষার মান যে কোন উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের সংগে তুলনীয়


A short History of Bishoykhali SM School and College.

Bishoykhali S.M. High SchoolThe shadow , the birds sing snigdha grassy green gram bishoykhali , south of the thin , tired srotasbini begabati River . Mayadharapura north and kulabariya , before dakatiya and tetulabariya , Keshabpur 7 west of the center of the life of maharajapura , Khulna highway north side of the bisayakhali market . In 1969, East Pakistan at the time of the r -time Jhenaidah subdivisional Sadar police station under 7 No. maharajapura Union bisayakhali , Keshabpur , maharajapura of some of leaving mahimaya plain siksanuragi and samajasebaka 's tireless efforts , especially Md Abdur Rahim Shah , MD Bahadur sarardara , Mr. kanailala judgment , hadana the carry chewing tobacco , Shamsuddin faith , the faith chabeda , oyajira Ali , favorable bhusana mukharjji , Biswanath Ghosh , sukura Ali , Ali , and many ganyamana khandokara Babu 's direct cooperation and paroks bisayakhali the north-east side of the financial and land donations by persons in 1969 bisayakhali Junior School as an educational institution leading role in creating .

In 1971, the Bangladesh Liberation War. This war has a long history with the school . April 1 , 1971, in the north side of the heroic freedom fighters of Bangladesh that provides the resistance . It is the first day of the Raider resistance is widespread . I yuddherapara raktaksayi Pakistan - Raider of Jessore Cantonment hate to go back to the evening before I was forced to retreat . April 1 is the first in a long war . One of them was a young and brave war hero , Mustafa was killed . While he was in the zone r ( purbabanlara ) Member of Parliament Mr. Md. Iqbal Hossain ( Fakir Miah ) - 's most eligible children . The 197 in the name of the hero and the martyr Mostafa muktiyuddha neyer-to-be-forgotten people in the area have decided to rename the school receives bisayakhali sahida Mustafa . Since then the school " bisayakhali the Wireless high " Schools are known . The company has been adhering to spread the light of education in the area . The official prstaposakataya in 008 schools under the outstanding contributions of a historical memory saudha anudane sbikrtisbarupa government has created . The son of the school pasakrta be - I have worked in various government and private organizations . The company is currently in the development of education , sports , social activities, the role is . Currently 1 . Pratisthanatite on 6 acres of land with a huge playground , a library , two academic buildings , the computer room , the Internet has sanyogasaha annual sports competition, debate competition measures . Education , as well as a wide variety of co-curricular activities are also part of the scope of the restoration . Hundreds of approximately 8 rpratisthane are studying . Test results to the public in the region . Ekajhaka of the young teachers - educators tireless work of the organization in Jhenaidah district has become a model educational institution . More from hundreds of SSC and jeesa C test is passed . As a result of the efforts of the people of the area and 010 in the high branches of the shoppers are not allowed . The class XI and XII are also hundreds of the study . The executive committee is worthy of earnest efforts and the monitoring of the quality of education in higher education institutions with a comparable .


I was a student of this school


 by

1 comment:

Attention: You can give your advice and opinion only this comment box. But do not try to any kind of spamming.