অলসতা জীবন নষ্টের মূল কারন।
একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল ।
পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে
সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত
কিন্তু সে লাফ দেয় না, সে সহ্য করতে থাকে।।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়
তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার...
কিন্তু অনেক দেরি হয়ে গেল ততক্ষণে,তাই আর তার লাফ দেওয়ার মত শক্তি থাকে না,
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায় ।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে......??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে।।।।
কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে.....।।।
ঠিক তেমনি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিন
এটাই কল্যাণকর কে শক্তিশালী কে দুর্বল এটা না ভেবে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করুন,,,,,
আবেগ ভালবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া উচিত না.......
Facebook থেকে সংগৃহীত।
No comments:
Post a Comment
Attention: You can give your advice and opinion only this comment box. But do not try to any kind of spamming.