Sunday, 7 June 2015

Latest SMS Collections

Now a days SMS is very important for all kinds of people. Because  we all know that Some speech, we can not deliver directly, So we write sms. SMS is a text massage service. It is very popular for youngest. Because they express their emotional feelings to their friends easily via text massage (SMS). The elaboration of SMS is Short Massage Service.

We can sens sms quickly and low price. Normally this kind of sms is sent when it is needed. For this reason most of the people in the world are searching to get a nice SMS to wish their nearest and dearest person. I have published a list of SMS so that everyone can collect and send sms to wish their beloved person. I hope these sms collection will be more helpful to all of our visitors. Before reading sms we should know -

What is sms?

Now collect and enjoy-

Friends SMS
ভোলা যায় না স্মৃতি।
বাধা যায় না সময়।
জানা যায় না ভবিষ্যত্‍।
কেনা যায় না মন।
পাওয়া যায় না অতীত।
হারিয়ে যায় না বন্ধুত্ব ...


Friends SMS
বন্ধু,
যখন তোমার সুখ গুলো আড়াল হবে,
কষ্ট গুলো পিচু নেবে।
চাদের আলো নিভে যাবে,
শপ্ন গুলো ভেঙ্গে যাবে,
কাছের মানুষ পর হবে,
কথা দিলাম বন্ধু তখনো হাত বাড়ালে আমাকেই পাবে...

মহি উদ্দীন


Friends SMS
নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে,
রংধনুর রঙে লিখে,
দক্ষিণা পবন মি কি একা
আমার মতকে দিয়ে,
SMS টি পাঠালাম শুধু জানতে
"তুমি কেমন আছ?"


Love SMS
 কিছু রাত স্বপনের,
কিছু সৃতি কষ্টের।
কিছু সময় আবেগের,
কিছু কথা হৃদয়ের।
কিছু মানুষ মনের...
যেমন তুমি।


Love SMS
মনের কথা,
আবেগ দিয়ে নয়,
হৃদয় দিয়ে।
সবার মতো করে নয়,
আমার মতো করে,
আজ অন্তর থেকে
শুধু তোমাকে জানাই-
I love You form the core of my heart...


Love SMS
দিনের আলো নিভে যাবে ।
রাত আসলে আধার হবে ।
নদীর পানি শুকিয়ে যাবে ।
ফুল এক দিন ঝরে যাবে ।
পথিবী এক দিন নিশ্ব হবে ।
কাছের মানুষ পর হবে ।
তখন তোমার হাত ধরে বলব আমি পাশে আছি ...

Mohi Uddin


Eid SMS
হালকা হালকা হাওয়া,
একটু একটু শীত
এই নিয়ে চলে এল,
কোরবানীর ঈদ
পোলাও কোরমা বিরহানি,
খেতে কত স্বাদ.
চলে এসো তুমি
থাকল ঈদের দাওয়াত.
ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক.


New Year sms
আমি আজ চলে যাচ্ছি,
আর কোন দিন দেখা হবে না।
যদি কখনো কোন কষ্ট দিয়ে থাকি তবে ক্ষমা করে দিয়।
ভাল থেকো,
bye.
শুভ হোক 2013
ইতি তোমার  2012.


New Year sms
Welcome to happy New Year - 1413
জীবনের সব ভূল ফুল হয়ে ফুটুক ।
সব আধার আলো হয়ে জলুক ।
প্রতিটি দিন হোক ভালবাসার ।
প্রতিটি শপ্ন হোক স্বার্থক ।
এই কামনাই,
নতুন বছরের শুভেচ্ছা ।

মহি উদ্দীন


21 February SMS
২১ আমাকে অহঙ্কার করতে শেখায়।
২১ আমাকে গরব করতে শেখায়।
২১ আমাকে মাথা তুলে দাড়াবার শক্তি যোগায়।
২১ আমাকে মাতৃ ভাষায় কথা বলার অধিকার দেয়...।


Romantic Bangla SMS
কত কথা জমা আছে তোমাকে বলার।
মুখ ফুটে তা হয়নি বলা আজো তোমার।
যতবার দেখি, ততবার ভাবি,
তুমি আমার, তুমি আমার।
তুমি আমার মানুষি সুন্দরী
তাইতো তোমার প্রেমেতে মরি মরি।
বার বার বলতে গিয়েও পারিনি আজো বলতে
অন্য কারও নও
তুমি আমার, তুমি আমার।


NOTE


Dear Visitors,
You can submit your own SMS here in the comment box. To submit your SMS Type this following format-
<strong > your sms name </ strong>
your sms
< b>your Name</ b>

No comments:

Post a Comment

Attention: You can give your advice and opinion only this comment box. But do not try to any kind of spamming.