প্রেম কি জান প্রিয়া !
প্রেম কি জান প্রিয়া ?
প্রেম, স্বর্গ থেকে আসা
এক প্রাণউচ্ছল আবেগ,
যা, হৃদয়ের মায়া, মমতা ও
ভালবাসাকে জাগিয়ে তোলে।
প্রেম কি জান প্রিয়া ?
প্রেম, হৃদয়ের সুপ্ত মন্দিরের
একগুচ্ছ গোলাপ।
প্রেম, হৃদয়ের সুপ্ত স্নেহের ছোয়া,
হৃদয়ের জমাট বাঁধা
বেদনার কথামালা।
প্রেম কি জান প্রিয়া?
প্রেম, যেন হৃদয়ের তুলিতে আঁকা
এক রঙিন ছবি।
প্রেম, যেন এক স্বর্গীয় ভূবন
যেখানে শুধু সুখ আর সুখ।
প্রেম অন্ধ,
প্রেমেই জীবন ধন্য।
amare prem sikaiya geli kutai hariya, o poran bondure, kuji tore bare bare amar ei ridoi pinjore.
ReplyDelete