Thursday, 3 September 2015

প্রেম কি জান প্রিয়া ! - মহি উদ্দীন

প্রেম কি জান প্রিয়া ! 




প্রেম কি জান প্রিয়া ?
প্রেমস্বর্গ থেকে আসা
এক প্রাণউচ্ছল আবেগ,
যাহৃদয়ের মায়ামমতা 
ভালবাসাকে জাগিয়ে তোলে

প্রেম কি জান প্রিয়া ?
প্রেমহৃদয়ের সুপ্ত মন্দিরের
একগুচ্ছ গোলাপ
প্রেমহৃদয়ের সুপ্ত স্নেহের ছোয়া,
হৃদয়ের জমাট বাঁধা
বেদনার কথামালা

প্রেম কি জান প্রিয়া?
প্রেমযেন হৃদয়ের তুলিতে আঁকা
এক রঙিন ছবি
প্রেমযেন এক স্বর্গীয় ভূবন
যেখানে শুধু সুখ আর সুখ
প্রেম অন্ধ,
প্রেমেই জীবন ধন্য


1 comment:

  1. amare prem sikaiya geli kutai hariya, o poran bondure, kuji tore bare bare amar ei ridoi pinjore.

    ReplyDelete

Attention: You can give your advice and opinion only this comment box. But do not try to any kind of spamming.