হারিয়ে যাব
আমি হারিয়ে যাব, এই লোকালয় হতে।
রাখবেনা জানি কেউ আমার স্মৃতি মনে।
থাকবনা আর তোমার অশ্রু সিক্ত নয়নে।
কারন, আমি চাইনা তোমায় দুঃখ দিতে।
আমি চাইনা তোমার চোখের অশ্রু ঝরাতে।
চাইনা তোমার মনে ব্যথ্যা দিতে।
তাই, আমি হারিয়ে যাব, এই লোকালয় হতে।
থাকবনা আমি আর প্রিয় জনের ডাইরির পাতায় কিংবা মনে।
আমি থাকব না আর তোমাদের মাঝে।
তবুও আমার স্মৃতি পড়বে তোমার মনে…
ami abage kaindalci,,,oi tora keu amare dor.
ReplyDelete