বিখ্যাত লেখক ও তাদের ছদ্মনাম জেনেরাখা খুবই জুরুরি। তাই এ নাম গুলো সংগ্রহ করে দিলাম তোমাদের জন্য।আরও কিছু জানার থাকলে এখানে প্রশ্ন কর। দ্রুত উত্তর পাবে ইনশাল্লাহ।
● গাজী মিঞা -- মীর মোশাররফ হোসেন।
● ভানুসিংহ ঠাকুর -- রবীন্দ্রনাথ ঠাকুর।
● কায়কোবাদ -- কাজেম আল কোরেশী।
● শওকত ওসমান -- শেখ আজিজুর রহমান।
● প্যারীচাঁদ মিত্র -- টেকচাঁদ ঠাকুর।
● হুতুম পেঁচা -- কালিপ্রসন্ন সিংহ।
● বনফুল -- বলাইচাঁদ মুখোপাধ্যায়।
● অবধূত -- স্বামী কালিকানন্দ।
● দাদাভাই -- রোকনুজ্জামান খান।
● এম, জেড -- মির্জা নাহিদ হোসেন।
● সুনন্দ -- নারানয় গঙ্গোপাধ্যায়।
● সত্য সুন্দর দাশ -- মোহিত লাল মজুমদার।
● মৌমাছি -- বিমল ঘোষ।
● জরাসন্ধ -- চারুচন্দ্র চক্রবর্তী।
● দুখু মিয়া -- কাজী নজরুল ইসলাম
● যাযাবর -- বিনয়কুমার মুখোপাধ্যায়।
● নীহারিকা দেবী -- অচিন্ত্য কুমার সেনগুপ্ত
● কমলাকান্ত -- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
● নীল লোহিত -- সুনীল গঙ্গোপাধ্যায়।
● বীরবল -- প্রমথ চৌধুরী।
● দৃষ্টিহীন -- মধুসূদন মজুমদার।
● কালকূট -- সমরেশ বসু।
● পরশুরাম -- রাজশেখর বসু।
● বিদ্যুৎ মিএ -- কাজী আনোয়ার হোসেন।
● অনিলা দেবী -- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
√ বি দ্রঃ- পোষ্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে উত্সাহ দিবেন আর শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
Written by -
Mohi Uddin
Knowledge World
General Knowledge
● গাজী মিঞা -- মীর মোশাররফ হোসেন।
● ভানুসিংহ ঠাকুর -- রবীন্দ্রনাথ ঠাকুর।
● কায়কোবাদ -- কাজেম আল কোরেশী।
● শওকত ওসমান -- শেখ আজিজুর রহমান।
● প্যারীচাঁদ মিত্র -- টেকচাঁদ ঠাকুর।
● হুতুম পেঁচা -- কালিপ্রসন্ন সিংহ।
● বনফুল -- বলাইচাঁদ মুখোপাধ্যায়।
● অবধূত -- স্বামী কালিকানন্দ।
● দাদাভাই -- রোকনুজ্জামান খান।
● এম, জেড -- মির্জা নাহিদ হোসেন।
● সুনন্দ -- নারানয় গঙ্গোপাধ্যায়।
● সত্য সুন্দর দাশ -- মোহিত লাল মজুমদার।
● মৌমাছি -- বিমল ঘোষ।
● জরাসন্ধ -- চারুচন্দ্র চক্রবর্তী।
● দুখু মিয়া -- কাজী নজরুল ইসলাম
● যাযাবর -- বিনয়কুমার মুখোপাধ্যায়।
● নীহারিকা দেবী -- অচিন্ত্য কুমার সেনগুপ্ত
● কমলাকান্ত -- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
● নীল লোহিত -- সুনীল গঙ্গোপাধ্যায়।
● বীরবল -- প্রমথ চৌধুরী।
● দৃষ্টিহীন -- মধুসূদন মজুমদার।
● কালকূট -- সমরেশ বসু।
● পরশুরাম -- রাজশেখর বসু।
● বিদ্যুৎ মিএ -- কাজী আনোয়ার হোসেন।
● অনিলা দেবী -- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
√ বি দ্রঃ- পোষ্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে উত্সাহ দিবেন আর শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।
Written by -
Mohi Uddin
Knowledge World
General Knowledge
No comments:
Post a Comment
Attention: You can give your advice and opinion only this comment box. But do not try to any kind of spamming.