Friday, 30 September 2016

Conditions of Mine



৩ বছর আগের ছবি। 
রাত জেগে  কাজ করার জন্য চোখ-মুখের অবস্তা এ রকম হয়ে গিয়ে ছিল।
১টানা ১২ঘন্টা কাজ করতাম। রাত ১০টা থেকে সকাল ১০টা। সেই কর্মের ফল এখনও ভোগ করছি। আর এই ছবিটাই তার চিরন্তন সাক্ষী।

No comments:

Post a Comment

Attention: You can give your advice and opinion only this comment box. But do not try to any kind of spamming.