Friday, 30 December 2016

Last day of 2016 -Ups & down of my life - Mohi Uddin

আজ ২০১৬ সালের শেষ দিন। 




উথান পতনের এই জিবনে আমার যেমন কেটেছে ২০১৬।

২০১২ ফ্রেরুয়ারী মাস থেকে - ২০১৩ সালের নভেম্বর মাস পর্যন্ত ছিল আমার 
Online এ ভিত গড়ার সময়। এ সময় আমি ব্লগ তৈরি করেছিলাম।  আর ২০১৩ সালের ২৫ ডিসেম্বর মাসে আমি প্রথম গুগল অ্যাডসেন্স থেকে টাকা পাই DBBL এর মাধ্যমে । আর এই ব্লগ এর ইনকাম ২০১৪-২০১৫ সাল পুরো বসে খেয়েছি গুগল মামার টাকাই। কোন কাজ করিনি।

০৯/০৮/২০১৪ আমার প্রথন তৈরি ওয়েবসাইট KnowledgeWorldBD.com মেরে দেয় হেলাল হস্ট (আমার Online জগতের প্রথম  এবং বড় ধরনের ধরা খাওয়া এটাই)

২৮/০৬/২০১৫ তারিখে Global Webs Host নামে এবং "The best web design and Domain-Hosting company" শিরনামে  Domain-Hosting  company   প্রতিস্টা করি। 

২০১৬ সাল আবারো Online এ নতুন ৩টা প্রোজেক্ট এর জন্য ৬টা নতুন ওয়েবসাইট বানিয়েছি। যার ইনকাম এখনো শুরু হয় নি। আশা করি ২০১৭ সালের মাঝের দিকে শুরু হবে ইনশাল্লাহ। আর এই সকল প্রোজেক্ট complete করেছি ১২-১৩ সালের গড়ে তোলা ব্লগ আর গুগল অ্যাডসেন্স এর ইনকাম এর টাকায়।

এরই মাঝে মিশে রয়েছে ...........................।।
কত হাশি, কত গান,কতনা মধুর সৃতি।
এ ভাবেই কেটে গেল আমার ২০১৬ সাল ..................

No comments:

Post a Comment

Attention: You can give your advice and opinion only this comment box. But do not try to any kind of spamming.