Friday 26 May 2017

The bright example of Facebook hoax - Facebook এ ধোঁকাবাজির উজ্জল দৃষ্টান্ত - Arifur Rahman Arif ধোঁকাবাজ.

শুভ সকাল বন্ধুরা,
আশা করি সকলেই ভাল আছ। আজ আমি শেয়ার করব আমার জীবনের ১ টি চরম শিক্ষার কথা। তাই আশা করি সবাই পরবে এবং শেয়ার করবে।

এক চিটারের হাতে ধরা খেলাম ২৪৫০ টাকা, এটা ২য় বার। ১ম বার যে চিটারের হাতে ধরা খেইয়েছিলাম তার সন্ধান ও পেয়েছিলাম এই একই গ্রুপ থেকেই।

আবারও ধরা খেলাম ২৪৫০ টাকা ডলার ক্রয় করতে গিয়ে।  উল্লেক্ষ যে আমি ১ম বার ধরা খেয়েছিলাম ৫৩৯০ টাকা ডলার ক্রয় করতে এই একইগ্রুপ থেকে। গ্রুপ এর নাম। Dollar Buy & Sell Bangladesh .


----------------------------------------------


প্রতারকের প্রোফাইল 

Arifur Rahman Arif

Mobile: 01705742093



Facebook Profile











কি ভাবে চিটারি করেছে এই চিটার তা দেখুনঃ

নিছে কিছু স্ক্রীন শর্ট, ছবি, ও কথোপকথন দিলাম আপনাদের বোঝার জন্য।




আমার মনে হয় এই গ্রুপ এর সবাই ধোঁকাবাজ। এরা সুন্দর ছবি ও ভাল শিক্ষাগত যোগ্যতা এবং সুনাম ধন্য কোম্পানির কর্মকর্তা ইত্যাদি দিয়ে প্রোফাইল বানাই যেন সবাই খুব সহজে বিশ্বাস করে যে এটা মহান আল্লাহ্‌র ফেরেশতা।

একে বিশ্বাস করে টাকা দেয়া যাই।

আর আপনি যখনি টাকা দিবেন আর ধরা খাবেন।

তাই সাবর প্রতি অনুরধ টাকা পয়সার লেনদেন সামনা সামনি করুন।
অথবা বিস্বাস্ত কারো সাথে করুন।



1 comment:

  1. Thanks you very much for your valuable post which is very Information and increase my General Knowledge with this helpful for my Life . I have read very attentively your article Quotetions which has increase my Knowledge . I think, your website is a great Bank of informative and useful article. Your blog is a greate soource of Online Education

    ReplyDelete

Attention: You can give your advice and opinion only this comment box. But do not try to any kind of spamming.